ঢাকা (সকাল ১১:০৪) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদ-উল ফিতরের ন্যায় শোলাকিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল আযহার ঈদ জামাআত না হওয়ার সিদ্ধান্ত

জাতীয় ২৪৭৯ বার পঠিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার রাত ০১:০৬, ২৮ জুলাই, ২০২০

রায়হান জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলকিয়া ঈদগাহ মাঠে গত পবিত্র ঈদ-উল ফিতরেরে ন্যায় এবারও আসন্ন পবিত্র ঈদুল আযহার ঈদ জামায়াত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচলনা কার্যকরী ও সাধারণ পরিষদ। সোমবার (২৭ জুলাই) বিকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকে কার্যালয়ে এক জরুরি সভায় জুম ভিডিও কনফারেন্সের মধ্যমে এ সিদ্ধান্ত আসন্ন পবিত্র ঈদ-উল আযহার ঈদ জামায়াত হবে না মর্মে সিদ্ধান্ত হয়। কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও ঈদগাহ কমিটির সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ আফজাল, ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম খান মাসুম, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন। তবে জেলা প্রশাসক, পুলিশ সুপর, সিভিল সার্জন ও মো. আসাদ উল্লাহ জুমে সংযুক্ত হয়ে সভায় বক্তব্য রেখেছেন। সভায় জানানো হয়, করোনা মহামারির কারণে ঈদুল ফিতরের ন্যায় ঈদ-উল আযহার ঈদ জাময়াত ঈদগাহ বা খোলা মাঠের পরিবর্তে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে আদায়ের জন্য ইসলামিক ফাউন্ডেশন নির্দেশনা দিয়েছে। ফলে মসজিদগুলোতে প্রয়োজনে একাধিক জামায়াতে নামাযের আয়োজন করার জন্য মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের প্রতি সভা থেকে আহবান জানানো হয়েছে। সেই সঙ্গে জামাতের পূর্বে মসজিদকে জীবানুনাশক দ্বারা নিরাপদ করা, প্রত্যেক মুসল্লিকে বাসা থেকে জায়নামাজ নিয়ে যাওয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ শতভাগ স্বাস্থ্যবিধি অনুরসণেরও আহবান জানানো হয়েছে। এছাড়া বরাবরের মত এবারো কোরবানির পশু নির্ধারিত জায়গায় জবাই করার জন্যও আহবান জানানো হয়েছে। ঈদ উপলক্ষে কোথাও আলোকসজ্জার আয়োজন না করার জন্যও সরকার থেকে নিষেধ করা হয়েছে বলে সভায় জানানো হয়েছে। পশুর হাটগুলোতেও ক্রেতা-বিক্রেতা সবাই যেন স্বাস্থ্যবিধি অনুসরণ করেন, এ ব্যাপারেও সবাইকে সজাগ থাকার আহবান জানানো হয়েছে। বাজারের ভীড় এড়ানোর জন্য প্রয়োজনে অনলাইনে পশু কেনা বা নিজ গ্রামের খামার বা কৃষকের কাছ থেকে পশু কেনার জন্যও পরামর্শ দেয়া হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT