ঢাকা (বিকাল ৩:৫৭) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আগামী নির্বাচন হবে দেশের অস্তিত্ব রক্ষার লড়াই : ড. খন্দকার মোশারর

বিএনপি ২৪৯ বার পঠিত

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock রবিবার বেলা ১২:৩৬, ৩০ নভেম্বর, ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সর্বোচ্চ চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন৷ তিনি বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের বিষয় নয়; এটি দেশের অস্তিত্ব রক্ষার লড়াই। জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভোটের মাধ্যমে রায় দিতে প্রস্তুত।”

 

 

রোববার(৩০ নভেম্বর) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়েনর গয়েশপুর শান্তি নীড়ের বাসভবনে আয়োজিত দাউদকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫টি ইউনিয়নের নেতা–কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসকথা বলেন তিনি।

 

সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিস হাসিনার সরকারের সময়ে গণতন্ত্র, ভোটাধিকার ও মৌলিক অধিকার হরণ করা হয়েছে। জনগণের ওপর চাপিয়ে দেওয়া শাসনের অবসান ঘটাতে হলে একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।সংগঠনকে আরও সুসংগঠিত ও জনসম্পৃক্ত করতে মাঠ পর্যায়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

তিনি নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও তারেক রহমানের ধানের শীষের প্রতিককে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, “দাউদকান্দি–মেঘনার মানুষ পরিবর্তন চায়। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিএনপি প্রস্তুত।”তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনকে

ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন৷

 

অনুষ্ঠান শেষে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসেম সরকার, উপজেলা বিএনপি’র আহবায়ক এম,এ লতিফ ভূঁইয়া,সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম প্রমূখ৷

 

এ সময় দাউদকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের ১৫টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন৷




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT