ঢাকা (রাত ২:৩৪) বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


অসুস্থ কবি তোফায়েল আহমেদ সাগর, সহযোগিতার আবেদন

মুক্ত কলাম ২১৬২৮ বার পঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শুক্রবার রাত ১১:৫১, ৮ নভেম্বর, ২০১৯

আমি কবি তোফায়েল আহমেদ সাগর। বাংলাদেশে অনেকেই চিনেন। আমার লেখা পড়েছেন অনেকেই। লেখালেখি করা আমার ভালোবাসা।সাহিত্য আমার প্রাণ। কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ ছড়া গান রম্যকাহিনী ইত্যাদির উপর বহুবছর আমার লেখালেখি চলছিল। বহু গ্রুপের উপদেষ্টা। প্রায় সব গ্রুপেই আমাকে চিনে।আজ চার মাস আমি লিভার জটিলতায় অসুস্থ। তাই ফেসবুকে আসা হয়না। ঢাকা মেডিকেল হাসপাতালে একমাস দশদিন ভর্তি ছিলাম। সেখানে কোন উন্নতি নেই। তার পর মোবিন খান এর স্মরনাপর্ন হয়ে চিকিৎসা নিচ্ছি। দশদিনের ওষুধের দাম পনের হাজার টাকা। এই পর্যন্ত দুই লক্ষ টাকা ভিটা বাড়ি বিক্রি করে চিকিৎসা হয়েছি। আর সামর্থই নেই।ইন্ডিয়া যেতে পারলে হয়তো ভালো হয়ে যেতাম। কিন্তু টাকা নাই আমি গরীব কবি। চিকিৎসার অভাবে মৃত্যুর দিন গুনছি। এক ছেলে এক মেয়ে। ঘড় বাড়ি অর্থ সম্পদ কিছু নেই। আমি নিঃস্ব। বাঁচতে বড় ইচ্ছে করে। এই সুন্দর পৃথিবীতে কারো সাথে হয়তো আর কথা হবেনা। সবাই আমার জন্য দোয়া করবেন আর ক্ষমা করে দিবেন। প্রধান মন্ত্রী হতে আরম্ভ করে দেশের সব মানুষের আমি সাহায্য প্রার্থনা করি। আমার বন্ধু মহল যারা আছেন তাদের কাছে আমার আকুল আবেদন একজন গরীব কবিকে অল্প অল্প করে দয়া করে মানবিক কারনে যা পারেন সাহায্য করে আমাকে চিকিৎসার খরচে সহযোগিতায় কৃতজ্ঞ থাকবো।কোন সুহৃদ মানুষ থাকলে লেখাটি দৈনিক পত্রিকায় তুলে ধরলে চির কৃতজ থাকবো। আপনাদের অল্ল অল্প সাহায্য পেলে আমার অনেক হয়ে যাবে। প্লিজ আমাকে সাহায্য করেন। কত টাকা কত দিকে চলে যায়। একজন গরীব কবিকে একটু সাহায্য করে সুস্থ করে তোলার বিনীত অনুরুধ করছি। আল্লাহ সবাইকে সাহায্য করার মানসিকতা দান করবেন। আমি দোয়া করি সবার জন্য। আর লেখা লেখি করতে পারবোনা বলে বড্ড কষ্ট।
—–
অসুস্থ
কবি তোফায়েল আহমেদ সাগর।
(১ ) মোবাইল নং ও পারশোনাল বিকাশ- ০১৭৪৪২২৪৮৩৯
(২) ০১৯১৭১৮৭৯০৯

ব্যাংক হিসাব
——————-
তোফায়েল আহমেদ সাগর
সঞ্চয়ী হিসাব নং – ২০৫০২১৬০২০৩৯৯২৭০৮
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
টংগী বাজার শাখা
টংগী, গাজীপুর।
————————————————————




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT