ঢাকা (রাত ১১:০৫) শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
শিরোনাম

ফুলবাড়ীতে অমর ২১শে ফেব্রুয়ারিতে দেয়াল পত্রিকা প্রকাশ



এহসান প্লুটো,(ফুলবাড়ী)দিনাজপুর প্রতিনিধিঃ  দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ে ভাষা শহীদদের বিনম্র শদ্ধা
জানাতে অমর একুশের দেয়াল পত্রিকা ‘একুশ আমার মুক্তির স্বপ্ন’ প্রকাশিত হয় শুক্রবার (২১ ফেব্রæয়ারি) সকালে মাদিলাহাট শহীদ মিনারে দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন প্রধান শিক্ষক ও উক্ত দেয়ালিকা অনুষ্ঠানের সভাপতি মোঃ মিজানুর রহমান। ’তিনি বাঙালির ইতিহাস-ঐতিহ্য-গৌরবগাথা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে দেশপ্রেমী নাগরিক হিসেবে তাদের গড়ে তোলার আহ্বান জানান। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দেয়াল পত্রিকাটি ৪ দিনের প্রচেষ্টায় গতকাল ২১.০২.২০২০ প্রকাশিত হয়। একুশের ইতিহাস,কবিতা,ছন্দে সুন্দর ভাবে পত্রিকাটি সাজিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।পত্রিকাটি সুন্দরভাবে প্রকাশ করেন ৭ম শ্রেনীর ছাত্রী ও দেয়াল পত্রিকাটির সম্পাদক মোছাঃ সাহাবিন জান্নাত
অনন্যা। এতে মোট ২২ জন শিক্ষার্থী তাদের প্রতিভা দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে লিখেছেন।‘একুশ আমার মুক্তির স্বপ্ন’ প্রকাশে সার্বিক সহযোগিতা করেছেন সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হামিদ মন্ডল ও ক্রীড়া শিক্ষক মোঃ ইয়াকুব আলী। এখন সবার কাছে ফেসবুক আছে। অনেক পত্রপত্রিকা আছে।অনুভূতি প্রকাশের অনেক ক্ষেত্র আছে।আগেকার দিনে এমনটি ছিল না।দেয়ালিকা ছিল অনুভূতি প্রকাশের বড় মাধ্যম। সেই স্মৃতি
আমাদের স্মরণ করে দিল সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেয়াল পত্রিকার প্রথম কবিতা ‘একুশের অনুপ্রেরণা’ আবৃত্তি ও সম্পাদকীয় বাণী পাঠ করেন মোছাঃ সাহাবিন জান্নাত অনন্যা।এ ছাড়া কবিতা আবৃত্তি করেন দেয়াল পত্রিকার সদস্যরা।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT