ঢাকা (ভোর ৫:০০) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

হেপাটাইটিস বি এর পরীক্ষা করতে এসে যুবক হয়ে গেলেন অন্তঃসত্ত্বা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার ভোর ০৪:১০, ৬ মার্চ, ২০২২

বিদেশ যাবেন, সে জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বির পরীক্ষার জন্য রক্তের নমুনা দিয়েছিলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা সবুজ মিয়া (২৫)। তবে নমুনা পরীক্ষা ফলাফলের প্রতিবেদনে যা এসেছে, তা নিয়ে বিব্রত ও ক্ষুব্ধ তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি অন্তঃসত্ত্বা।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ মার্চ তাকে এ রিপোর্ট দেয়া হয়েছে বলে তিনি জানান।

ক্ষুব্ধ সবুজ মিয়া বলেন, লেখাপড়া শেষ করে পরিবারের আর্থিক উন্নতির জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এরই অংশ হিসেবে তিনি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বি পরীক্ষার জন্য ১ মার্চ রক্তের নমুনা দেন। ৩ মার্চ পরীক্ষার ফলাফল দেওয়া হয়। ফলাফলের প্রতিবেদনে বলা হয় তিনি “অন্তঃসত্ত্বা”। এখন পর্যন্ত সেটি সংশোধনের ব্যবস্থাও করা হয়নি।

প্রতিবেদনে সই করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মো. মকবুল হোসেন। তিনি বলেন, প্রচণ্ড ভিড়ের মধ্যে ভুল করে এমন প্রতিবেদন দেওয়া হয়েছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদ আল হাসান বলেন, হেপাটাইটিস বি পরীক্ষা করতে গিয়ে কোনো ছেলের অন্তঃসত্ত্বা পজিটিভ রিপোর্ট আসার কথা নয়। প্রতিবেদনটি দেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT