ঢাকা (সকাল ১০:৪৯) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

হাজার অতিক্রম করল দেশে করোনায় আক্রান্তর সংখ্যা, মৃত ৭

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার রাত ০৮:২৩, ১৪ এপ্রিল, ২০২০

দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা গতকাল সোমবারের চেয়ে আজ মঙ্গলবার আরও বেড়েছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এক দিনে এটা সর্বোচ্চ শনাক্ত। দেশে এই প্রথম এক দিনে শনাক্তের সংখ্যা ২০০ ছাড়াল। একই সময় মারা গেছেন ৭ জন।

আজ মঙ্গলবার করোনভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়।

এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২ জন। আর মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ৪৬।

গতকাল শনাক্তের সংখ্যা ছিল ১৮২। মৃত্যু হয় ৫ জনের।

গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৯০৫ জনের। গতকাল পরীক্ষা হয় ১ হাজার ৫৭০ জনের।আজকের ব্রিফিংয়ে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নতুন করে সুস্থ হননি। তাই সুস্থ রোগীর সংখ্যা আগে যা ছিল, এখনো তাই। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ জন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT