স্বেচ্ছায় ধর্মান্তরিত হলেন যুবক;নিজেই নিজের নাম রাখলেন ঈসমাইল
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা সোমবার বিকেল ০৫:৩৫, ২৩ আগস্ট, ২০২১
আল্লাহ যাকে হেদায়েত করেন সে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হওয়াটা অসম্ভবের কিছু নয়। যুগে যুগে অসংখ্য পথভোলা মানুষ সঠিক পথে ফিরে এসেছে এমন নজির অগণিত।
বলছি, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার লক্ষণ সাহা(৩৭) এর কথা। তিনি গত রমজান মাসের প্রথম দিন থেকে নিজেই ইসলাম ধর্মের সুন্দর্য্যে মুগ্ধ হয়ে সনাতনী ধর্ম হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম নামক শান্তির সুশীতল ধর্মে আত্মসমর্পণ করেন নিজেকে। ধর্মান্তরিত হওয়ার পর থেকে রোজাও রাখেন ৩০ টি। এরপর থেকে কাযা হয় নি এক ওয়াক্ত নামাযও। এর মধ্যে করোনা ও লকডাউনের কারণে কোর্ট বন্ধ থাকায় আদালতের মাধ্যমে অ্যাফিডেবিট করে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে মুসলিম হতে সময় লেগেছে কয়েক মাস। অবেশেষে তিনি আইনি পক্রিয়া সম্পন্ন করেছেন।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহিনুর আলম এর আদালতে দু‘শত টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে ২২ আগষ্ট রোববার স্বশরীরে উপস্থিত হয়ে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে তিনি মুসলিম হোন। এদিকে স্বেচ্ছায় ধর্মান্তরিত হওয়াতে এই যুবককে এলাকার অনেকেই আর্থিক সহযোগীতা করেছে।
ঈসমাঈল স্থানীয় পৌরসভা বাজারে ডিপ্লোমা চিকিৎসক মিজানুর রহমান এর চেম্বারে মাসিক তিন হাজার টাকা বেতনে চাকরি করেন। তিনি ব্যক্তিগতভাবে অবিবাহিত।
নও–মুসলিম বলেন,”আমি ইসলাম ধর্ম সম্পর্কে অনেক জেনে শুনে এবং রমজান মাসের শৃঙ্খলাবদ্ধ এবাদতে মুগ্ধ হয়ে ইসলাম ধর্মে প্রবেশ করেছি। আমি কারো প্ররোচনায় প্রভাবিত হই নি; আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে নামাজ রোজা পালন করে নিজের মধ্যে এক প্রশান্তি অনুভব করছি– যা পূর্বে আমি কোনোদিন এমন শান্তি অনুভব করতে পারিনি।
তিনি আরও বলেন,আমার আপন বলতে কেউ নেই,আমি এখনো সংসার জীবন শুরু করতে পারি নি,নিজের মাথা গুজার ঠাঁই নেই। এ পর্যন্ত আমাকে যারা সাহায্য সহযোগীতা করেছেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ।আমার জন্য সকলে আপনারা দোয়া করবেন আমি যেনো ঈমান ও আমলের সহিত চলতে পারি।“