“স্বপ্নের ভারড়া ইউনিয়ন”র বৃক্ষ রোপণ কর্মসূচী ২০১৯ পালিত
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার রাত ১১:১৬, ১ অক্টোবর, ২০১৯
শাকিল হোসেন শওকত, টাঙ্গাইল (নাগরপুর) প্রতিনিধিঃ “স্বপ্নের ভারড়া ইউনিয়ন ” সংগঠন এর উদ্যোগে ইউনিয়ন ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচী ২০১৯ এর শুভ উদ্বোধন করেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফায়েজুল ইসলাম।
আজ ১অক্টোবর ২০১৯ মঙ্গলবার দুপুরে “স্বপ্নের ভারড়া ইউনিয়ন” সংগঠন এর উদ্যোগে ও ভারড়া ইউনিয়নবাসী এর সার্বিক সহযোগিতায় নাগরপুরের চৌবাড়িয়া পচাসারটিয়া সরকাারি প্রথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন প্রতিনিধি “স্বপ্নের ভারড়া ইউনিয়ন ” মো. নাছির হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, মো. হুমায়ূন কবির।
বৃক্ষ রোপণ এর প্রথম ধাপে ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে ফুল, ফল ও কাঠ গাছের ১৩৫ টি চারা রোপন করা হয়।
বক্তারা বলেন, যুবকদের এমন মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। মাদকাসক্ত সন্ত্রাসী না হয়ে সকলকে সমাজ ও পরিবেশের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।