স্পিডগান ও সিসিটিভি বসানোর পরে পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপারের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার সন্ধ্যা ০৬:৩৩, ২৮ জুন, ২০২২
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, স্পিড গান ও ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানোর পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। তিনি বলেন, পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল বন্ধ করা হয়নি।
মঙ্গলবার (২৮ জুন) নৌপরিবহন মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
পদ্মা সেতু চালু হলেও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়নি। তিনি বলেন, আমরা ফেরি বন্ধ করে দেইনি, সেখানে ছয়টি ফেরি চাহিদা অনুযায়ী পারাপার করছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সোমবারও শিমুলিয়া, মাঝির ঘাট দিয়ে ফেরি চলাচল করেছে। আমাদের যেভাবে চাহিদা থাকবে সেভাবে ব্যবহার করব।
রবিবার (২৬ জুন) যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর পদ্মা সেতুতে বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বাইকারদের অতিমাত্রায় বিশৃঙ্খলার পাশাপাশি ঘটে মোটরসাইকেল দুর্ঘটনাও।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার থেকে সেতুতে মোটরসাইকেল ওঠা বন্ধ করে দেওয়া হয়। ওইদিন একটি মাত্র ফেরি চলে। সেটিও ডুবোচরে চার ঘণ্টা আটকে থাকায় বাইকারদের ভোগান্তিতে পড়তে হয়।
প্রতিমন্ত্রী খালিদ বলেন, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা পদ্মা সেতু। তার মানে এ নয়, আমাদের অন্যান্য যোগাযোগ বন্ধ হবে।