ঢাকা (সকাল ৮:০৫) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সোনাই নওয়া বাজার যাত্রা শুরু

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার রাত ০৯:৪১, ১০ আগস্ট, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০০মিঃ লম্বা সোনাই নদীর উপর আতুয়া-নওয়াগ্রাম ব্রিজ সংলগ্ন- তীরে বসছে ‘সাপ্তাহিক হাট” যাহা হলো সংযোগ স্থল আতুয়া-নয়াগ্রাম সেতুর দক্ষিণ তীরে বৃহত্তর শাহবাজপুর ও নদীর ওপারের এলাকাবাসীর উদ্যোগে একটি হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেলে ‘সোনাই নওয়া বাজার’ নামে নতুন এই হাট বাজারের উদ্বোধন করা এলাকার গনমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার হাট বাজার বসবে।এছাড়া অন্যান্য দিন বিকেলে সাধারণ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানও বসবে।আজ সারোজমিনে গিয়ে দেখাযায় উৎসুক জনতার ভীড় বসছে হাটে ছোট বড় অস্থায়ী ত্রিশ টি দোকান তাহাতে কাঁচামাল,মাছ,সবজি,পান-সুপারী,সুকটির দোকান,স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ও বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ অবস্থান ধরে রাখতে একটি সাপ্তাহিক হাট বাজার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।এরই পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট শুক্রবার বিকালে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের অধিবাসী এবং বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের অধিবাসীর মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় বড়লেখা এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার সংযোগ স্থল আতুয়া-নয়াগ্রাম সেতু সংলগ্ন সোনাই নদীর দক্ষিণ তীরে সাপ্তাহিক হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। হাটবাজারের জন্য ভূমি দান করেন নওয়াগ্রামের বাসিন্দা আব্দুর রহমান লুকুছ। এরই প্রেক্ষিতে বাজার ব্যবস্থাপনা কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন কর হয়। পরে বাজারের নামকরণ ‘সোনাই নওয়া বাজার’ করা হয়। এ বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও মুড়িয়া ইউনিয়নের বাসিন্দা মো. সেলিম উদ্দিন বলেন, সোনাই নওয়া বাজারকে ঘিরে দুই উপজেলার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ অবস্থান আরো সুদৃঢ় হবে। পাশাপাশি উভয় উপজেলার মানুষ অর্থনৈতিকভাবেও লাভবান হবেন। আমরা শীঘ্রই প্রশাসনিকসহ বিভিন্ন কার্যক্রম শুরু করবো।বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল খায়ের বলেন, নতুন সাপ্তাহিক হাট স্থাপনের ব্যাপারে আমি কিছুই জানি না।এই বাজারের ব্যাপারে প্রথম শোনেছি। উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা সামাজিক ব্যক্তিত্ব রফিক উদ্দিন আহমদ বলেন বলেন, সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এই বাজার ভূমিকা রাখবে। আতুয়া-নয়াগ্রাম সেতু নির্মাণের পিছনে মূলত যোগাযোগ বৃদ্ধি কল্পে ব্যবসার প্রসার ঘটানোই ছিলো আসল উদ্দেশ্য। এই উদ্দেশ্য সফল হয়েছে। এ ব্যাপারে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ খান বলেন, “সোনাই নওয়া বাজার” নামে যে নতুন সাপ্তাহিক হাট বসছে তা একটু আগে আমি জেনিছি। তাই এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছিনা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT