ঢাকা (রাত ৮:৪৪) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সুমন আকন্দের “আলোকিত নাপাইচন্ডি”

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার রাত ০৯:২৯, ১৭ জুলাই, ২০২০

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছায় চন্ডিপুর গ্রামের যুবকদের নিয়ে “আলোকিত নাপাইচন্ডি” নামে একটি সংগঠন গঠিত হয়েছে। এই সংগঠনটি বিভিন্ন সমাজকল্যানমূলক কাজে অংশগ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় এই সংগঠনটি তার তৃতীয় প্রজেক্ট হিসেবে চন্ডিপুর জামে মসজিদের দুপাশে “হর্ণ বাজাবেন না, সামনে মসজিদ” সচেতনতামূলক বাক্য দুইটি সাইনর্বোড দিয়ে স্থাপন করে, যাতে অপ্রয়োজনীয় শব্দ দূষণ না করে পরিবহন চালক ও পথচারীরা। এই সংগঠনের দায়িত্বে আছে অত্র গ্রামের সুমন আকন্দ। যার নির্দেশনায় অনেক সমাজকল্যাণমূলক কাজ হয়েছে বা হচ্ছে। এই সংগঠনের পাশাপাশি তিনি মাটির পিঞ্জিরা বেতার শ্রোতা ক্লাব নামে আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ক্লাব প্রতিষ্ঠার পিছনে বড় ইতিহাস জড়িত, বেতার থেকে প্রাপ্ত তথ্য গ্রহণ করে আমাদের সমাজে প্রথমে আলোচনা করি এবং সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করি বেতার মানুষের বন্ধু। জন মানুষের মাঝ থেকে কুসংস্কার দুর করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। কিছু কিছু কুসংস্কার দুর করতেও পেরেছি। বাল্য বিবাহ প্রতিরোধে অগ্রণী ভুমিকা আছে আমাদের। নারী নির্যাতন ও শিশু শ্রম বন্ধে ভূমিকা আছে। সমাজে মাদক গ্রহণের ব্যাপক প্রচলন ছিল। আমরা চেষ্টা করেছি মাদকের মারাত্মক ছোবল থেকে কিছু যুবককে ফিরে আনতে। স্কুলে স্কুলে সাধারণ জ্ঞানের আসর পরিচালনা করেছি এবং প্রতিটি আসরে প্রথম স্থান থেকে শুরু করে তৃতীয় স্থান প্রাপ্তদের পুরস্কার প্রদান করেছি। মুমূুর্ষ রোগির জন্য রক্তের ব্যবস্থা করেছি। নিজে রক্ত প্রদান করেছি বেশ কয়েকবার। অনলাইনে ক্যান্সার রোগির জন্য অর্থ কালেকশন করেছি। রাস্তার ধারে জনসচেতনতা মুলক সাইনবোর্ড টানিয়ে দিয়েছি। গাছ লাগান পরিবেশ বাঁচান, আপনার সন্তান স্কুলে পাঠান, শিক্ষাই জাতির মেরুদন্ড ইত্যাদি। বড় বড় বিল বোর্ড স্থান পেয়েছে বাল্য বিয়ে বিরুদ্ধে, এইডস কি বাঁচতে হলে জানতে হবে শিরোনামে ইত্যাদি। আশেপাশের গ্রামে ও বিভিন্ন পাড়ায় এবং মহল্লায় শ্রোতা বন্ধুদের নিয়ে শিক্ষা সামগ্রী বিতরন করা। কাঁচা রাস্তা বর্ষার পানিতে ভেঙ্গে রাস্তা সংস্কার করে জনগনের চলার পথকে সহজ করা। বিভিন্ন সামাজিক কাজে সকলে মিলে অংশগ্রহন করা। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। করোনাকালিন সময়ে চন্ডিপুর গ্রাম সহ আশপাশে গ্রামের অসহায় মানুষের তালিকা করে সদস্যদের নিকট চাঁদা আদায় করে কিছু উপহার সামগ্রী বিতরণ ও মাস্ক বিতরণ করা। অন্যান্য সামাজিক কাজের মধ্যে আমাদের চলমান কাজ হচ্ছে পীরগাছা ইউনিয়নে যতগুলো মসজিদ আছে, প্রতিটি মসজিদে দেয়ালে ” মসজিদে প্রবেশ করার দোয়া ও মসজিদ হতে বাহির হওয়ার দোয়া” পিভিসি ব্যানারে ও কাঠের ফ্রেম করে টানিয়ে দেওয়া। করোনাকালিন সময়ে সেচ্ছাসেবকের কাজ করে যাওয়া। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছি চন্ডিপুর মডেল হাইস্কুল মাঠে। রংপুর থেকে মেডিকেল টিম এসেছিলো। আমাদের হাতে আরো বেশ কিছু ভাল প্রকল্প আছে, যাহা অর্থের অভাবে করতে পারছি না। যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিত তাহলে প্রকল্প গুলো সম্পাদন করতে পারতাম। সুমন আকন্দ আরও বলেন, শুরু থেকে আমার ক্লাবের নাম মাটির পিঞ্জিরা বেতার শ্রোতা ক্লাব। ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠা পায়। আমরা বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্র থেকে নিবন্ধন পাই ২০১৫ সালে। আমাদের ক্লাবের নিবন্ধন নম্বর হচ্ছে ১০৫.৮৫.০১.০৫৯।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT