সুবিধা বঞ্চিত ৪০ জন শিশুর দায়িত্ব নিল মানুষের অধিকার ফাউন্ডেশন
নিজস্ব প্রতিনিধি শনিবার রাত ০৯:৩০, ১১ জানুয়ারী, ২০২০
মোঃ জাকির হোসেন,জেলা প্রতিনিধি,মৌলভীবাজারঃ ১০ জানুয়ারী ২০২০ ইং তারিখে ঝড়ে পড়া ও শ্রমজীবি ৪০ জন শিশুকে বিনামূল্য পড়াশোনা করার সুযোগে “মানুষের অধিকার ফাউন্ডেশন” শুভ উদ্ভোধন করল “মানুষের অধিকার স্কুল”। মোঃজেনারেল মেমবার ফুয়াদ আহমেদ মুরাদের সঞ্চালনায় উদ্ভোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , মানুষের অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট নিয়ামুল হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোতাহার বিল্লাহ, মৌলভীবাজার সদর উপজেলা শিক্ষা অফিসার তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশুদের মধ্যে বই বিতরনের মাধ্যমে স্কুলের শুভ উদ্ভোধন ঘোষনা করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব শেখ বদরুল ইসলাম সুজন, বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এডঃসাকির আহমেদ জুয়েল, কোষাধক্ষ মোস্তাকিম শাহরিয়ার আহমেদ, জেনারেল মেম্বার মো: মোবাশ্বির আলী, তাছাড়াও উপস্থিত ছিলেন, মো: তবারক আলী, এবং সম্মানীত ভলান্টিয়ারস ফোরাম মেম্বারস নাজমুল খান,রুবেল আহমেদ,রিয়াদ আহমেদ, সোহানুর রহমান জয়, লিটন বৈদ্য, বুলবুল আহমেদ চৌধুরী,সুজাউল ইসলাম সাদ্দাম। প্রধান অতিথি বলেন, তিনি মানুষের অধিকার স্কুলের জন্য উপজেলা পরিষদ থেকে সকল প্রকার সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিবেন বলে আশ্যাস প্রদান করেন, তাছাড়া তিনি বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ এর দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। ৪০ জন ছাত্র/ছাত্রীকে ফাউন্ডেশন বিনামুল্য স্কুল পোষাক, ব্যাগ ও খাতা কলম প্রদান করে। উক্ত অনুষ্টানে ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান এডঃ নিয়ামুল হক তাহার বক্তব্যে বলেন, মানুষের অধিকার ফাউন্ডেশন ২০১৪ ইং সন হইতে সুবিধা বঞ্চিত শিশু ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৪০ জন সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যে পড়াশুনার দায়িত্ব এবং অধিকার ফিরিয়ে দিতে প্রতিষ্টানটি উদ্ভোধন করেছে “মানুষের অধিকার স্কুল”। মৌলভীবাজার শহরের শিক্ষা থেকে বঞ্চিত শ্রমজীবি ও ঝরেপড়া শিশুদের উক্ত স্কুলে ভর্তি করানোর জন্য সবাইকে আহ্বান করেন। তাছাড়া তিনি বলেন আমরা একটি উদ্ধেগ গ্রহন করেছি মাত্র, সেহেতু মৌলভীবাজার শহরের সকল বিত্তবান লোকদের কে এদের পাশে দাড়ানোর জন্য আহ্ববান করেন। স্কুল প্রতিষ্টানটি প্রতিষ্টা করতে সহযোগীতা করে, ইশিকা ফেব্রিক্স, আইকন মেডিকেল সার্ভিস, জিতু মিয়া(কামালপুর-লন্ডন প্রবাসী), মো: মোনাহিম কবির(বিনয়শ্রী-ইউ.পি সদস্য), ফয়জুল হক সামছুল(শমসেরনগর-ফ্রান্স প্রবাসী), আবিদুর রহমান শিপন, আশিকুর রহমান, শেখ বদরুল ইসলাম সুজন (শেখ মটরর্স), শিপন আহমেদ (প্রো: মনপুরা মটরর্স)সহ ফাউন্ডেশনের আরো অনেক সদস্যগন।