সিলেটের দৈনিক প্রিন্ট পত্রিকা গুলো বন্ধ
মোঃ কামরুজ্জামান বুধবার রাত ০৯:৫৭, ২৫ মার্চ, ২০২০
ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাস। যার আতঙ্কে বিশ্বের অধিকাংশ দেশ আজ লক ডাউন। ইতিমধ্যে ছড়িয়ে গেছে রোগটি। আর এদিকে সরকারী নির্দেশে বন্ধ হয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট সরকারী বেসরকারী প্রতিষ্ঠান। এই প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার থেকে সিলেটের দৈনিক প্রিন্ট পত্রিকা গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সম্পাদক মণ্ডলী। যার ফলে বৃহস্পতিবার সকাল থেকে সিলেটের ঘরে ঘরে পৌঁছবে না কোনো আঞ্চলিক দৈনিক পত্রিকা। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সংবাদপত্র সংশ্লিষ্ঠ কলের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িক সময়ের জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি অনুকূলে গেলে পুনরায় পত্রিকাগুলো ঘরে ঘরে পৌঁছুবে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যাতে উল্লেখ করা হয়, করোনাভাইরাস বাংলাদেশে বিস্তার রোধে, গণপরিবহন বন্ধ এবং পত্রিকা প্রিন্ট ও পরিবহনগত সমস্যাসহ উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে সিলেটের দৈনিক পত্রিকা প্রিন্ট সমুহ প্রকাশ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে এছাড়াও বলা হয়, মঙ্গলবার স্থানীয় দৈনিকগুলোর সম্পাদকবৃন্দ এ সিদ্ধান্ত নেন। এ অবস্থায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থানীয় দৈনিক পত্রিকা প্রকাশিত হবে না। তবে পাঠক মহলের কাছে সঠিক সংবাদ দূরত্ব পৌঁছে দিতে কাজ করে যাবে সিলেটের অনলাইন নিউজ পোর্টাল গুলো। করোনা প্রতিরোধে পরিবার,সমাজ,শহর ও রাষ্ট্রকে হেফাজত করতে আসুন সকলে সচেতনতা অবলম্বন করি ও নিরাপদ থাকি।