ঢাকা (দুপুর ১২:০৫) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সিলেটে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা

সিলেট জেলা ২২২০ বার পঠিত

আবুল কাশেম রুমন আবুল কাশেম রুমন Clock রবিবার বিকেল ০৫:৪৬, ২০ আগস্ট, ২০২৩

সিলেটে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। সারাদের দেশের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি মওসুমে সিলেটে ডেঙ্গুরোগীর সংখ্যা ৮’শ ছুই ছুই। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন আরো ডেঙ্গুরোগে আক্রান্ত হয়েছেন আরো ১৪ জন। এ নিয়ে বিভাগে চলতি মওসুমে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৯৪ জন। এর মধ্যে শুধু আগস্ট মাসের ১৯ দিনে আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন। শনিবার (১৯ আগষ্ট) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে উক্ত তথ্যটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪ জনের মধ্যে সিলেট জেলার ২ জন, হবিগঞ্জের ৮ জন, মৌলভী বাজারের ১ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ৩ জন রয়েছেন। চলতি মওসুমে এখন পর্যন্ত ৭৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হলেও ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৭২৪ জন। তবে আশার দিক হচ্ছে সিলেটে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। শনিবার পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতাল-ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধিন রয়েছেন।

জানা গেছে, চলতি মওসুমে জানুয়ারীতে সিলেটে ৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়। পরবর্তীতে এপ্রিলে ১ জন, মে মাসে ১ জন শনাক্ত হন। অর্থাৎ মওসুমের ১ম ৫ মাসে জানুয়ারী- মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হন ৫ জন। এরপর জুনে ৫৯ জন ও জুলাই মাসে আক্রান্ত হন ৩৮২ জন। চলতি আগস্টের ১৯ দিনে (শনিবার পর্যন্ত) আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন। সিলেটে আগস্টে গড়ে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন ১৯ জন। জুলাই মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল ১৩ জন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT