সিলেটে বাড়ি ও দোকান ভাড়া মওকুফের দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি শনিবার সন্ধ্যা ০৭:৪১, ৩০ মে, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ করোনার মহামারির কারণে এক দুর্বিসহ জীবন-যাপন করছেন ভাড়াটিয়ারা। এ অবস্থায় ৬ মাসের বাড়ি ও দোকানভাড়া মওকুফের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে ভাড়াটিয়া স্বার্থ-সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটি। শনিবার (৩০ মে) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভাড়াটিয়া স্বার্থ-সংরক্ষণ পরিষদের সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট জেলার সমন্বয়ক তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী মামুন রশীদ, সহকারি অধ্যাপক আবুল হাসান চৌধুরী, ডা. আখতার হোসেন, সংগঠনের সিলেট মহানগরীর আহ্বায়ক শাহজাহান চৌধুরী।
বক্তব্য রাখেন, আব্দুল আউয়াল মিসবাহ, মানবাধিকার কর্মী আবু তাহের চৌধুরী, রোটারি ক্লাব অব সিলেট কুশিয়ারার প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান আব্দুর রহমান, মারুফ আহমদ অনিক, মানবাধিকার কর্মী আরমান হোসেন, সমাজকর্মী আকবর আলী, শিব্বির আহমদ, ময়নুল ইসলাম, নন্দ লাল বাবু, আতাউর রহমান, আতিকুর রহমান, ফারজানা বকত, কিবরিয়া হোসেন, শফিকুর রহমান, আরিফুল ইসলাম, জাকারিয়া আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বে আজ করোনার মহামারি অবস্থা চলছে। ভিন্ন নয় বাংলাদেশেও। দিন দিন লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন সময় বাংলাদেশের ভাড়াটিয়া জনগণ এক দুর্বিসহ জীবন যাপন করছে। গ্যাস, বিদ্যুৎ, পানি ও ট্যাক্স আদায় বন্ধ রয়েছে। বাড়ির মালিকরা ভাড়াটিয়াদের বাড়ি ও দোকান ভাড়ার জন্য চাপ দিয়ে নানা হয়রানি করছে এবং বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে, যা অমানবিক। প্রধানমন্ত্রীর নির্দেশকে অমান্য করার সামিল।
বক্তারা আরো বলেন, এরই মধ্যে বাণিজ্যমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম, সিলেট মেয়র আরিফুল হক চৌধুরী, চট্টগ্রাম মেয়র নাসির উদ্দিন, চট্টগ্রামের ডিসি, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান এমনকি দেশের খ্যাতিমান বিভিন্ন ব্যক্তি বাড়িওয়ালাদের বাড়ি ভাড়া না নেওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা তাদের স্বাগত জানাই।
মানববন্ধনে ৬ মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফ না করলে আগামী ৬ জুন শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে সিলেটের জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে বলে মানববন্ধনে জানানো হয়।