ঢাকা (সকাল ৯:৩৭) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার Meghna News নাগরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

সিলেট বিমান অফিসের সামনে প্রবাসিদের বিক্ষোভ

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার রাত ১০:১২, ১২ আগস্ট, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ  সিলেট বিমান অফিসের সামনে বিক্ষোভ করেছেন টিকিট প্রত্যাশী প্রবাসীরা। টিকিট বুকিং দিতে গিয়ে চরম হয়রানীর শিকার হওয়ার অভিযোগ এনে বিক্ষোভ করেন তারা। বুধবার (১২ আগস্ট) সিলেট নগরের মজুমদারী এলাকায় বিমান অফিসে গিয়ে টিকেট বুকিং করতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন প্রবাসী যাত্রীরা। তাদের দাবি, রিটার্ন টিকিট থাকার পরও তাদের অনেকের কাছে ৮ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ‘উৎকোচ’ দাবি করা হচ্ছে। এছাড়া টোকেন বাণিজ্যের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন তারা। সূত্রে জানা গেছে, করোনাকালে দেশে ছুটিতে এসে আটকা পড়েন হাজার হাজার প্রবাসী। এতদিন ফ্লাইট বন্ধ থাকায় দেশে আটকে পড়া প্রবাসীরা বিমানের আসন সঙ্কটের কারণে এখন ভোগান্তিতে পড়েছেন। তাদের অনেককে টোকেন দিয়ে ৩ থেকে ৪ দিন ধরে ঘুরিয়েও কোনো সিদ্ধান্ত না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। প্রবাসীদের অনেকে বলেন, তাদের রিটার্ন টিকিট থাকার পরও বিমান অফিস থেকে ১৮ হাজার ৫শ’ টাকা করে চাওয়া হচ্ছে। শুধু তাই নয়, লাইনে দাঁড়ানো থাকলেও ২ থেকে ৫ হাজার টাকার বিনিময়ে সিরিয়াল রদবদল করে দেওয়া হচ্ছে। আর যারা ট্রাভেলসের মাধ্যমে মোটা অংকের টাকা দিয়ে আসছেন, তাদেরকে আগে টিকিট কনফার্ম করে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রবাসীরা। অভিযোগকারীরা দাবি করেন, বিমান অফিসে এলে অমানুষের মতো ব্যবহার করা হয়। বিদেশ থেকে শ্রমেঘামে দেশের জন্য রেমিটেন্স পাঠালেও বিমান অফিস থেকে এতটুকু ভাল ব্যবহারও পাচ্ছেন না। তাই সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ করেন তারা। সূত্র জানায়, সিলেটের বিভিন্ন অঞ্চলের প্রায় সহস্রাধিক প্রবাসী টিকেট কনফার্ম করতে বিমান অফিসে যান। কিন্তু আগামী ৩০ তারিখ পর্যন্ত দুবাইগামী বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটেরই কোনো আসন খালি নেই বলে জানিয়ে দেওয়া হয়। এ খবর পেয়ে টিকিট প্রত্যাশীরা বিক্ষোভে ফেটে পড়েন। দুপুরে তারা নগরের মজুমদারী এলাকায় বিমান অফিসের সামনে এয়ারপোর্ট সড়কে ঘণ্টাখানেক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এ বিষয়ে সিলেট বিমান অফিসের জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বলেন, বাংলাদেশে বিমানের টিকেট সঙ্কটের কারণে সিলেটে আটকা পড়া দুবাই প্রবাসীরা অফিসের সামনে জড়ো হয়েছেন। আগামী ৩০ তারিখ পর্যন্ত বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটেরই কোনো আসন খালি নেই। তবে তাদের কাগজপত্রের ফটোকপি আমরা রেখে দিচ্ছি, যখনই টিকেট সহজলভ্য হবে তাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT