ঢাকা (রাত ২:২৭) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সিরাজগঞ্জে ওসিসহ নতুন করে আরও ১১ জনের করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার সন্ধ্যা ০৭:২২, ৩০ মে, ২০২০

মোঃ নাজমুল হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ওসি ও তিন পুলিশসহ নতুন করে আরও ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ৯ পুলিশসহ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৩৯ জনে। শনিবার দুপুরে সিভিল র্সাজন র্কাযালয়ের পরিসংখ্যান র্কমর্কতা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৬জন, রায়গঞ্জে ৪জন, শাহজাদপুর উপজেলায় ১ জন রয়েছেন। সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে ৯৪ জনের নমুনা রির্পোট এসেছে। এর মধ্যে ১১ জনের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ হলেও বাকী ৮৩ জনের নেগেটিভ এসেছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম জানান, আক্রান্ত পুলিশ সদস্যদের নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একই সাথে আক্রান্তদের সংর্স্পশে আসা ব্যক্তিদেরকেও চিহ্নিত করে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT