ঢাকা (রাত ১০:৫৯) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সাপাহারে বই বৃক্ষের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গোলাপ খন্দকার,সাপাহার(নওগাঁ) গোলাপ খন্দকার,সাপাহার(নওগাঁ) Clock সোমবার বিকেল ০৪:২৯, ১৪ সেপ্টেম্বর, ২০২০

নওগাঁর সাপাহারে কিছু তরুণ-তরুণীদের নিয়ে গঠে ওঠা সামাজিক সংগঠন বই বৃক্ষ হাটি হাটি পা পা করে ১টি বছর অতিক্রম করলো। সেই উপলক্ষ্যে কেক কেটে বই বৃক্ষের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার ঐতিহাসিক দিবর দিঘীতে “বই বৃক্ষ” পরিবারের সকল সদস্যদের নিয়ে আলোচনা, সাহিত্য পাঠ, কবিতা পাঠ ও কেক কাটার মাধ্যমে বই বৃক্ষের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে এসময় বই বৃক্ষের উদ্দ্যেক্তা রমজন আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বুয়েটের বিলাস দেবনাথ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইশতিয়াক এবং আরজ , ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাকলাইন, তানভীর, নর্থ সাউথের ধর্মেন্দ্র, হাজী দানেশের সানজিদা নাজনীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নুসরাত কনা, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাদিয়াতুল জান্নাত, এবং জিয়াউর রহমান মেডিকেল কলেজের পুতুল প্রমুখ। এসময় বই বৃক্ষ পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন।

বই বৃক্ষ পরিবারের সদস্যরা বলেন আমরা ভালো কাজে সদা প্রস্তুত বিনা মূল্যে আমাদের তালিকাতে থাকা বই গুলো পাঠকদের কাছে পৌছে দিব যাতে করে, বই পড়ে পাঠকদের জ্ঞানের গভীরতা যেন বৃদ্ধি পায়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT