সাপাহারে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের গুঁড়ো দুধ বিতরণ
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ১০:০১, ২৩ এপ্রিল, ২০২০
গোলাপ খন্দকার, সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: সারাদেশে করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকার ঘোষিত নিদের্শনা মেনে চলতে কর্মহীন হয়ে
পড়েছে অনেক পরিবার তারই পেক্ষিকে প্রতিবন্ধী শিক্ষার্থীরা কি খাবে তার কথা চিন্তা করে সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর পরিবারে
শিক্ষার্থীদের খাওয়ার জন্য শিশু খাদ্য ইন্সট্যান্ট পূর্ণ ননিযুক্ত গুঁড়ো দুধ বিতরণ করা হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে ১২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য ইন্সট্যান্ট পূর্ণ ননিযুক্ত ৪০০ গ্রামের একটি করে গুঁড়ো দুধের প্যাকেট বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী,অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী আবুল কাশেম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক,ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।