সান্তাহারে খালের পানিতে ভেসে উঠল প্রতিবন্ধী কিশোরের লাশ
মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) শুক্রবার দুপুর ০২:৪৪, ৭ আগস্ট, ২০২০
বগুড়ার আদমদীঘিতে খালের পানিতে ডুবে রাব্বী সাখিদার (১৭) নামের এক প্রতিবন্ধী কিশোর মারা গেছে। নিহত রাব্বী উপজেলার সান্তাহার বামনী গ্রামের বকুল সাখিদারের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তার লাশ উদ্ধার করে গ্রামবাসী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টায় বাড়ির সামনের মাঠে পাওয়ার টিলারের হাল চাষ করা দেখতে যায় প্রতিবন্ধী রাব্বী সাখিদার। দুপুরে হাল চাষ শেষে চাষী পাওয়ার টিলারটি খালের কাছে রেখে চলে আসে। তখনও প্রতিবন্ধী রাব্বী সেখানে ছিলো। এরপর বিকেল থেকে রাব্বীকে তার পরিবার আর খুঁজে না পাওয়ায় এলাকায় মাইকিং শুরু করেন। একপর্যায়ে বৃপস্পতিবার সকালে খালে জালটেনে রাব্বীকে খোঁজা শুরু করলে লাশ ভেসে উঠে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন পানিতে ডুবে প্রতিবন্ধী কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।