ঢাকা (রাত ১:৪০) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাতক্ষীরায় এবার পল্লী চিকিৎসক করোনায় আক্রান্ত, আশপাশের বাড়ি লকডাউন ঘোষনা

লকডাউন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ১০:১৫, ২৪ মে, ২০২০

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চন্দনপুরে আরো ১জন ব্যক্তির রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। এনিয়ে কলারোয়ায় ৪ জনের করোনা পজেটিভ এসেছে। ৪ জনই চন্দনপুর ইউনিয়নের।

এবারে আক্রান্ত ব্যক্তি হলেন চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের মৃত্যু রমজান আলির ছেলে আবুল কালাম (৫২) ওরফে সালেহ তিনি পেশায় ১জন পল্লী চিকিৎসক। তিনি চন্দনপুরের হিজলদি বাজারে ডাক্তারি করতেন।

কলারোয়ার প্রথম করোনা পজিটিভ দাড়কি গ্রামের মাজেদুল ঢাকা থেকে এসে প্রথমে ওই পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা সেবা নিয়েছিলেন। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান, গত ১৮ মে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। রোবাবার প্রাপ্ত রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে।

এদিকে এই করোনা পজিটিভের খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ব্যক্তি যেহেতু ১জন পল্লী চিকিৎসক, সেহেতু তাঁর সংস্পর্শে এরই মধ্যে অনেক মানুষ এসেছেন। আর আতঙ্ক ও উদ্বেগের কারণ এখন এটাই ঘিরে। জানা গেছে, রোববার আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের বাড়িঘর লকডাউন করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT