সাঘাটায় রাষ্ট্রীয় মর্যাদায় জয়নুদ্দিনের দাফন সম্পন্ন
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা সোমবার বিকেল ০৫:১০, ৩০ আগস্ট, ২০২১
গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের ডিমলা পদুমশহর গ্রামের বীরমুক্তিযোদ্ধা জয়নুদ্দিন (৬৯) বার্ধক্য জনিত কারণে গত রোববার ইন্তেকাল করেছেন।
ইন্না ………. রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যা সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। বীরমুক্তিযোদ্ধা জয়নুদ্দিনের লাশ গতকাল সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
রাষ্ট্রীয় মর্যাদায় লাশ দাফনকালে উপস্থিত ছিলেন- সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার (সাঘাটা-ফুলছড়ি ১১ নং সেক্টর) আলহাজ্ব সামছুল আলম, বোনারপাড়া সরকারী কলেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বী, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির, বীরমুক্তিযোদ্ধা আবু বক্তর সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা আজাহার আলী, বীরমুক্তিযোদ্ধা হাফিজার রহমান, বীরমুক্তিযোদ্ধা মাহাবুর রহমান মহাব্বত, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক, বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা আজিজার রহমান, পদুমশহর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপন প্রমুখ।