সাঘাটায় বিসিআইসি ডিলারেকে ৫ হাজার টাকা জরিমানা
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা বুধবার রাত ১০:৫৫, ৭ সেপ্টেম্বর, ২০২২
গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোনা বাজারে রাতের আঁধারে; অন্য জায়গায় পিকআপ ভ্যানে ইউরিয়া সার নিয়ে যাওয়ার সময়; স্থানীয় লোকজন সারসহ পিকআপ ভ্যানটি আটক করে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। এ ঘটনায় বিসিআইসি ডিলার ও বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মাদ আলীকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাতে উপজেলার বারকোনা বাজারে বিসিআইসি ডিলার বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মাদ আলীর গোডাউন থেকে; প্রায় দেড় টন (৩০-৪০ বস্তা) ইউরিয়া সার পিকআপ ভ্যানে করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে; স্থানীয় লোকজন সারগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে; এ নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। ঐ রাতেই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামানকে ঘটনাটি স্থানীয়রা জানায়।
পরের দিন বুধবার ঐ কৃষি কর্মকর্তা ও ইউএনও ঘটনাস্থলে গিয়ে; আটককৃত পিকআপ ভ্যান ভর্তি সার জব্দ করেন। পরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিনের ভ্রাম্যমান আদালতে; উক্ত বিসিআইসি ডিলার ও বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মাদ আলীকে; সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ (১) ধারা অপরাধে উপ-ধারা ১২(৩) মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করেন।