সাঘাটায় বালুর ঢিবি উন্মুক্ত নিলামে বিক্রি
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা শনিবার ১২:১০, ২১ আগস্ট, ২০২১
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়ায় নদীতে ড্রেজার বসিয়ে তোলা বালুর ঢিবি গুলো উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার কচুয়া গ্রামের পার্শ্ববর্তী বাঙ্গালী নদী থেকে দীর্ঘদিন ধরে বালু ব্যবসায়ীরা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। সম্প্রতি এমন সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুহিন হোসেন, মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালান। এতে ৩টি ড্রেজার মেশিন জব্দ করেন। পরবর্তীতে গ্রাম পুলিশ দিয়ে বালুর ঢিবি গুলো পাহারা দিয়ে রাখেন।
এমতাবস্থায় গতকাল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুহিন হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে সেই বালুর ঢিবি গুলো উন্মুক্ত নিলামের ডাক দেন। সে অনুযায়ী ৬ জন ব্যবসায়ী নিলামে অংশগ্রহণ করেন। এতে বালুর ঢিবি গুলো ২ লক্ষ টাকা সর্বোচ্চ ডাক ওঠে। উক্ত ছয় জনের মধ্যে সর্বোচ্চ নিলাম দাতা সুজনকে নিয়মানুযায়ী দেওয়া হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) তুহিন হোসেন বলেন- ভ্রাম্যমান আদালতের বিধি অনুযায়ী বালু ঢিবিগুলোর উন্মুক্ত নিলামে ডাক দেওয়া হয়।