ঢাকা (রাত ১:৪৭) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটায় পৈত্রিক সম্পত্তি জবর দখলের ঘটনায় এলাকায় চাঁপা উত্তেজনা

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock শুক্রবার রাত ১০:৩৯, ২৭ নভেম্বর, ২০২০

গাইবান্ধার সাঘাটা উপজেলার দহিচড়া গ্রামের আঃ মোমিন গংদের পৈত্রিক ৩২ শতাংশ জমি বগারভিটা গ্রামের জাহিদুল গংরা দীর্ঘদিন থেকে জবর দখলের ঘটনায় উভয় পক্ষের চাঁপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।

জানা যায়, উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের দহিচড়া গ্রামের মৃত চসমত উল্যার পুত্র আবুল কাশেম ও বগারভিটা গ্রামের মোফাজ্জল হোসেন নামে দুই পুত্র রেখে মৃত্যু বরণ করেন। মৃত্যুর সময় তিনি বগারভিটা মৌজায় ৬৪ শতাংশ পৈত্রিক সম্পত্তি রেখে যান। কিছুদিন পর আবুল কাশেম ও মোফাজ্জল নামে দুইভাই মৃত্যু বরণ করেন।

এদিকে বগারভিটা গ্রামের মোফাজ্জল হোসেন মৃত্যুর পর তার পুত্র শফিকুল গংরা উক্ত ৬৪ শতাংশ জমি জোর পূর্বক জবর দখল করে চাষাবাদ করতে থাকে। এদিকে দহিচড়া গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র আঃ মোমিন গংরা পিতার পৈত্রিক সূত্রে ৩২ শতাংশ জমি দাবি করেন। কিন্তু এতে শফিকুল ইসলাম গংরা তাদের পাওনা জমি না দিয়ে বিভিন্ন টালবাহনা করতে থাকে।

এমতাবস্থায় বর্তমানে উভয় পক্ষে চাঁপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা করছেন এলাকাবাসী।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য জুয়েল জানান, উভয় পক্ষকে নিয়ে মিমাংসার প্রচেষ্টা চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT