সাঘাটায় ট্রাফিক আইন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে ওয়ার্কশপ অনুষ্ঠিত
মেঘনা নিউজ ডেস্ক শনিবার রাত ০২:২২, ৪ জুলাই, ২০২০
আসাদ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে
উপজেলা পরিচালন, উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে ট্রাফিক আইন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং যাত্রী সেবার মান উন্নয়নে সচেতনতা বৃদ্ধি বিষয়ক ২ দিন ব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর এর সভাপতিত্বে উপজেলার ১২০ জন অটোচালক নিয়ে উক্ত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিলেটর মঞ্জুুর সামাদ, খলিলুর রহমান প্রমুখ।