ঢাকা (সকাল ১০:৪৩) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাঘাটায় এতিমের টাকায় সমাজ সেবা কর্মকর্তার উৎকোচ দাবী

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock সোমবার রাত ১০:০৩, ১৪ মার্চ, ২০২২

গাইবান্ধার সাঘাটা উপজেলার সমাজ সেবা অফিসারের বিরুদ্ধে এতিম খানার শিশুদের ভরনপোষনের বরাদ্দকৃত টাকা উত্তোলনে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে উৎকোচ দাবীর অভিযোগ উঠেছে।

লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার ১৩টি বেসরকারি এতিম খানার প্রতি শিশুদের জন্য প্রথম কিস্তি জুলাই ২০২১ থেকে ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত ৪৬ লক্ষ ৪৪ হাজার টাকা বরাদ্দ হয়। স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানরা উপজেলা সমাজ সেবা অফিসে গিয়ে তাদের এতিম খানার শিশুদের ভরনপোষনের বরাদ্দকৃত টাকা উত্তোলন করতে চাইলে সমাজ সেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায় প্রত্যেক প্রতিষ্ঠানের বরাদ্দকৃত টাকার শতকরা ১০ ভাগ উৎকোচ দাবী করেন। দাবীকৃত উৎকোচ দিতে অস্বীকার করলে তিনি বিভিন্ন অনিয়ম ধরার জন্য হুমকি দেয়।

এ ব্যাপারে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় সমাজ সেবা অফিসারের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রতিষ্ঠান প্রধানদের বিল উত্তোলনের ভাউচার গুলো সংশোধন করে আনার কথা বলায় তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT