ঢাকা (সকাল ৬:৩৮) রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটায় অবৈধভাবে বালু তোলায় একজনকে কারাদন্ড প্রদান

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock বৃহস্পতিবার রাত ১০:৩১, ২১ এপ্রিল, ২০২২

গাইবান্ধার সাঘাটা উপজেলার ফলিয়া দিগরে অবৈধ ড্রেজার দিয়ে বালু তোলার অপরাধে এক বালু ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, ফসলী জমি থেকে বালু তুলে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলো। এতে পার্শবর্তী আবাদী জমি ক্ষতি হওয়ায় এলাকাবাসি উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ দাখিল করেন।

অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সরদার মোস্তফা শাহিন উপজেলার ফলিয়া দিগরে অভিযান চালিয়ে ইসমাইল (৬০) নামের এক বালু ব্যবসায়ীকে আটক করে।

পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অপরাধে শাস্তি ধারার ১৫ মোতাবেক ১ বছরের কারাদন্ড ও জরিমানার ১ লক্ষ টাকার অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্ত বালু ব্যবসায়ী উপজেলার ফলিয়া দিগর গ্রামের মৃত বহর উদ্দিনের পুত্র।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT