ঢাকা (রাত ১০:৪৯) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটার ঘুড়িদহ ইউপিতে ৬ চেয়ারম্যানসহ ৬৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Bangladesh Election Commission
বাংলাদেশ নির্বাচন কমিশন

আসাদ খন্দকার, সাঘাটা, গাইবান্ধা আসাদ খন্দকার, সাঘাটা, গাইবান্ধা Clock শুক্রবার ১২:২৫, ২ ডিসেম্বর, ২০২২

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ নির্বাচন অনুষ্ঠানের তফসিল অনুয়ায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ৬ জন চেয়ারম্যান পদসহ অন্যান্য পদে ৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) উপজেলা নির্বাচন কার্যালয়ে ওই প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করে। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জাকির হোসেন, স্বতন্ত্র সেলিম আহমেদ তুলিপ, বজলুর রহমান পিয়া, জয়নুল আবেদীন, জামিল হোসেন ও সাইদুর রহমান।

এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন প্রার্থী রয়েছে। এসব তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু ছাইদ বলেন, তফসিল মোতাবেক আগামী ৩ ডিসেম্বর বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। তিনি আরও বলেন, ঘুড়িদহ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪৫২ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ২৭০ ও নারী ১১ হাজার ২৮২ জন ভোটার ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT