ঢাকা (সকাল ১১:৩২) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটায় ৪ হাজার ৮শ কৃষক পাচ্ছেন রোপা আউশ ও পাট বীজ

আসাদ খন্দকার, সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার, সাঘাটা,গাইবান্ধা Clock মঙ্গলবার বেলা ১২:৫৬, ২৮ মার্চ, ২০২৩

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৪ হাজার ৮ শত পাচ্ছেন বিনা মূল্যে রোপা আউশ বীজ, পাট বীজ ও রাসায়নিক সার। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে গত সোমবার কৃষকদের মাঝে এসব সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা-৫ সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি।

এ উপলক্ষে এক আলোচনা সভা ইউএনও ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি এ্যাড.এ এস এম সামশীল আরেফীন টিটু, সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সাদেকুজ্জামান প্রমুখ।

কৃষি সম্প্রসারন সূত্রে জানায়, ২০২২-২৩ অর্থ বছরে খরিফ-১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ও পাট ফসলের বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি জনে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১ কেজি পাট বীজ দেওয়া হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT