ঢাকা (রাত ১:২৩) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাঘাটায় সম্রাট খুনের আসামীর শাস্তির দাবীতে বিক্ষোভ-মানববন্ধন

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৪৬, ২৫ এপ্রিল, ২০২৪

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে সম্রাট খুনের আসামীর শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বিক্ষোভটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নিহত সম্রাটের মা মিনি বেগম, চামেলী বেগম, রিমন, রাশেদ, নূর আলম, প্লাবন, তুহিন প্রমূখ।

মানববন্ধনে নিহত সম্রাটের মা মিনি বেগম বলেন খুনি রিফাতের দ্রুত ফাঁসির দাবী করছি। আমার বুকের মানিককে কেড়ে নিয়ে আমি এর ফাঁসি দেখতে চাই। অন্য বক্তরা বলেন, অবিলম্বে খুনি রিফাতের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কাজ সম্পন্ন করে মৃত্যুদন্ড কার্যকর করার দাবী জানাচ্ছি।

উল্লেখ্য, নিখোজের ৩ দিন পর বন্ধুর বাড়ীর সেফটি ট্যাংকের ভিতরে খুন করে সম্রাটকে গুম করে রাখে বন্ধু রিফাত। ঘটনাটি ঘটে গত ১৯ এপ্রিল, এ ঘটনায় খুনি রিফাতকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তার স্বীকারোক্তিতে বাড়ীর সেফটি ট্যাংক থেকে সম্রাটের লাশ উদ্ধার করে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT