ঢাকা (রাত ১১:০৪) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটায় শিশুর বিকাশের জন্য শিশু মেলা

আসাদ খন্দকার, সাঘাটা গাইবান্ধা প্রতিনিধি আসাদ খন্দকার, সাঘাটা গাইবান্ধা প্রতিনিধি Clock রবিবার রাত ১১:০২, ২০ নভেম্বর, ২০২২

লেগো ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় , সেভ দ্য চিলড্রেনেরে কারিগরি সহায়তায়, এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে গাইবান্ধার সাঘাটা উপজেলার কমলপুর সরকারী প্রাথমকি বিদ্যালয় চত্তরে ২০ নভেম্বর শিশু বিকাশের জন্য শিশু মেলার আয়োজন করা হয়। উক্ত মেলার উদ্ভোধন করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসা্র রফিকুল আলম, সহকারী শিক্ষা অফিসার মামুনর রশিদ, চ্যাম্পিয়নিং প্লে প্রজক্টের ম্যানেজার রেহনুমা আখতার, প্রজেক্ট কো- অডিনেটর রেজাউল  করিম, সিনিয়র অফিসার মোস্তফা মইনউর রহমান, মীল অফিসার সুবল চন্দ্র প্রমুখ। মেলায় গল্প বলার র্কনার, ইচ্ছে মতো খেলার র্কনার, পাজেল র্কনার, ছবি আকার র্কনার, ফটো র্কনার সহ বেশ কিছু র্কনারের মাধ্যমে শিশুদের বিনোদনের ব্যবস্থা করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT