সাঘাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
আসাদ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা) রবিবার ১২:৩৯, ১২ মার্চ, ২০২৩
আর্ন্তজাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন আইনী সুরক্ষা কর্মসূচি ও পল্লি উন্নয়ন সংস্থার সহযোগীতায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ই মার্চ সকালে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবনকুমার সরকার, আওয়ামীলীগসহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নাজমুলহুদা দুদু, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মদক, বীর মুক্তিযোদ্ধা আজাহারআলী, ব্র্যাক প্রতিনিধি সুরেশ চন্দ্র বর্মন ও পল্লি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আতিকুর রহমান জোয়ারদার প্রমুখ।