ঢাকা (ভোর ৫:৩৮) রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার Meghna News নাগরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান Meghna News চাঁপাইনবাবগঞ্জে আবারো মারা গেছে মাদ্রাসা ছাত্র Meghna News নেপালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন নড়াইলের কৃতি সন্তান সোহাগ Meghna News নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার রাত ১১:৫৬, ১৬ নভেম্বর, ২০২৪

কেউ সাজাতে ভালোবাসে, কেউ ধ্বংস করতে।

কেউ সাজিয়ে সুখ পায়, কেউ ধ্বংস করে সুখ পায়। কেউ নিজের মাঝেই তুষ্ট থাকে, কেউ সমাজ ও প্রতিবেশীদের নিয়ে সুখের ভাগাভাগি করে আনন্দ পায়।নানান মানুষের নানান পদক্ষেপ, নানান চাহিদা, নানান চিন্তা। কারো সঙ্গে কারো চাহিদার মিল নেই, চিন্তার মিল নেই । তবে মানুষকে একটা জায়গায় খুব মিল পাওয়া যায়। কবি নজরুল ইসলামের কথায়, “যেখানে আসিয়া এক হয়ে যায় সকল বাধা ব্যবধান”।

 

বলছি, ঢাকারগাঁও গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রধানের কথা।

 

অনেকটা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো অবস্থা তার। এই মানুষটি সময় পেলেই দিনরাত মানুষের কল্যাণের চিন্তা করেন। ঢাকারগাঁও গ্রামটি হাসানপুর কলেজ সংলগ্ন ঘেঁষা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে কালের পরিক্রমায়। এই গ্রামটিকে পূর্ব থেকেই আদর্শ গ্রাম হিসেবে জনশ্রুতি আছে। কালের পরিক্রমায় কিছুটা অরক্ষিত মনে হলেও সেই পরিবেশ সহসাই কেটে যাচ্ছে। আসছে অবারিত সৌন্দর্যের জৌলুশ। এই গ্রামের বাসিন্দাদের মধ্যে অনেকেই দেশ ও দেশের বাহিরে ভালো অবস্থানে আছেন। এবার এই গ্রামের পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে গ্রামের ইউপি সদস্য, গণমান্য ব্যক্তিবর্গ ও এক ঝাঁক তরুণ যুবাদের সঙ্গে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক ও গ্রামের সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন সামাজিক মান রক্ষা কাজে মনোযোগ দিয়েছেন এই গ্রামের মানবিক হৃদয়ের মানুষ তরুণ তুর্কী সাইফুল ইসলাম প্রধান।

 

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেলো এই গ্রামের সর্দারবাড়ির মসজিদ সংলগ্ন খোলা মাঠে গ্রামের সর্বস্তরের জনগণ সাইফুল ইসলাম প্রধানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করার বিষয়ে উঠান বৈঠক করেছেন। এতে এলাকায় চিত্রবিচিত্র নানাহ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করছেন এলাকার শান্তি সাধারণ জনগণ।

 

উঠান বৈঠকে পারম্ভে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলওয়াত করে এলাকার উন্নয়ন সমৃদ্ধি ও শান্তির জন্য দোয়া করা হয়েছে।

 

এতে স্বাগত বক্তব্য রাখেন— এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রধান। তিনি বক্তব্যে ঢাকারগাঁও টু গয়েশপুর রাস্তা প্রসস্থকরণের বিষয়ে সকলের মতামতের কথা বললে এতে সকলেই তার বক্তব্যে সম্মতি জ্ঞাপন করেন।

 

এই সভায় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের দাবি ও বাস্তবায়ন প্রসঙ্গ তুলে ধরে আরও বক্তব্য রাখেন— মতিউর রহমান মেম্বার, মোহন সরকার, হাজী মজিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন সরকার, মহসিন সর্দার, নাইমুল ইসলাম, সিরাজ সরকার, চান মিয়া মুন্সি, ডাক্তার আরিফ হাসানসহ আরও অনেকে।

 

অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা ও কথার যাদুতে মনোমুগ্ধকরভাবে উপস্থাপনা করেন—নুরুল হক মাষ্টার।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT