ঢাকা (রাত ১:৫১) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


শিমুলীয়া-বাংলাবাজার স্পীডবোট দূর্ঘটনায় শিবচর থানায় মামলা

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock মঙ্গলবার রাত ১১:০৬, ৪ মে, ২০২১

মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীর বাংলাবাজার পুরোনো ঘাটে বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে শিমুলীয়া থেকে বেপরোয়া গতিতে আসা স্পীডবোট আঘাত হানে এতে তিন শিশুসহ ২৬ জনের মৃত্যুর ঘটনায় বোটের ও মালিক ও চালকসহ ৪জন অজ্ঞাত নামাস১০ জনের বিরুদ্ধে শিবচর থানায় মামলা দায়ের করেছে নৌপুলিশ। সোমবার রাতে চরজানাজত নৌ ফাড়ির ইনচার্জ এসআই লোকমান বাদী হয়ে মামলাটি করেন।

উল্লেখ্য,মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে সোমবার সকাল পৌনে ৭টায় ৩২ জন যাত্রী নিয়ে স্পীডবোটটি ছেড়ে আসে। এ সময় মাদারীপুর কাঁঠালবাড়ী বাংলাবাজার পুরোনো ঘাটে নোঙ্গর করা বালুবোঝাই একটি বাল্কহেডেকে ধাক্কা দিয়ে দুমড়ে মুড়চে পানিতে নিমজ্জিত হয়ে যায় স্পীডবোটটি। সব যাত্রী পানিতে পড়ে যাওয়াতে নদী থেকে একে একে ২৪ জনের লাশ উদ্ধার করা হয়। ৬ জনকে জীবিত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পাচ্চর রয়েল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান।

স্পীডবোট দুর্ঘটনায় নিহত ২৬ জনের পরিচয় জানা গেছে এরা হলো- খুলনার তেরো খাদার একই পরিবারের মনির মিয়া ও তার স্ত্রী হিনা বেগম, দুই মেয়ে রুমি আক্তার ও সুমী আক্তার। ফরিপুরের বোয়ালমারী উপজেলার ইয়ামিন(৩), বরিশাল বন্দরের আনোয়ার চোকিদার(৫০), মাদারীপুরের শ্রীনদীর মাওলানা আ: আহাদ,মাদারীপুরের রাজৈর উপজেলার তাহের মীর(৩৫) মাদারীপুরের শিবচরের শাহাদাৎ হোসেন(৩০),চাঁদপুরের উত্তর মতলবের মো: দেলোয়ার হোসেন, নড়াইল লোহাগড়ার জুবায়ের মোল্লা(৩০), কুমিল্লার তিতাস থানার জিয়াউর রহমান(৩৮), কুমিল্লার দাউদকান্দির কাউসার আহমেদ(৪০), কুমিল্লার দাউদকান্দির রুহুল আমিন(৩৫),, মুন্সীগঞ্জের সাগর শেখ(৪১), ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আরজু সরদার(৪০), , বরিশালের মেহেন্দীগঞ্জের সাইদুর হোসেন(২৭), বরিশালের মেহেন্দীগঞ্জের রিয়াজ হোসেন(৩৩), ঢাকা পীরেরবাগ ছাপড়া মসজিদ এলাকার খোরশেদ আলম, ঝালুকাঠির নলছিটি উপজেলার নাসিরউদ্দিন(৪৫) পিরোজপুর সদরের বাপ্পি(২৮), ভান্ডারীয়ার জনি অধিকারী(৩৫), বরিশালের মনির হোসেন(৩৫), বরিশালের আলা উদ্দিন(৪৪)।

শিবচর থানা অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন জানান, পদ্মায় স্পীডবোট ডুবিতে ২৬ জনের মৃত্যুর ঘটনায় বোটের চালক ও মালিক ৪জন সহ অজ্ঞাত১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT