শিবচরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ পালিত
মীর এম ইমরান,মাদারীপুর বুধবার দুপুর ০৩:২৫, ২৮ এপ্রিল, ২০২১
“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ পালিত হয়।পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রায় ১শত৫০ জন অন্ধ ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতি প্যাকেটে ৫কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি ল ও ১কেজি লবণসহ খাদ্য সামগ্রী প্রায় ২শত মানুষের মাঝে বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. শশাঙ্কর চন্দ্র ঘোষ প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. শশাঙ্কর চন্দ্র ঘোষ বলেন, সুস্থ, সবল ও সমৃদ্ধ দেশ গড়তে ২৩ থেকে ২৯ এপ্রিল সারাদেশে পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১। জনগণের খাদ্যাভাস ও খাদ্য পরিকল্পনায় পুষ্টির বিষয়টিকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে এবার পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’।
শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ মোল্লা বলেন, বেঁচে থাকার জন্য শারীরিক মানসিক ও কর্মদক্ষতা উন্নয়নে পুষ্টির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। জনবহুল এই দেশের প্রতিটি নাগরিককে জাতীয় সম্পদ হিসেবে গড়ে তুলতে নারী-পুরুষ ও শিশুদের জন্য মান সম্পন্ন পুষ্টি নিশ্চত করা জরুরী। এজন্য খাদ্যের সঙ্গে পুষ্টির কথা ভাবতে হবে। এ লক্ষ্যেই সারা দেশব্যাপী পুষ্টি সপ্তাহ পালনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।