ঢাকা (রাত ৪:০৬) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১ Meghna News নাগরপুরে যদুনাথ স. প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Meghna News দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার Meghna News সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক গরম পানিতে ঝলসে গুরুতর আহত Meghna News চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত একজন Meghna News চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার Meghna News মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

শিবচরে আদালতের আদেশ অমান্য করে বাড়ি নির্মাণ করার অভিযোগ

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock রবিবার সন্ধ্যা ০৭:২৭, ১০ অক্টোবর, ২০২১

মাদারীপুর শিবচর উপজেলা উমেদপুর ইউনিয়নের নলচিরা ডিক্রীরচর এলাকার একটি জমিতে আদালতের ১৪৪/১৪৫ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে দালান ঘরের র্নিমান কাজ অব্যাহত রাখার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নলচিরা ডিক্রীরচর গ্রামের মো: ফয়জল হাওলাদার(৭০) পিতা-মৃ: মমিনদ্দিন হাওলাদার এর সাথে একি গ্রামের মনি হাওলাদার (৩৬), ইকবাল হাওলাদার (২৮),আন্নার হাওলাদার (২৩) এর সাথে জমি জমার নিয়ে বিরোধ চলে আসছিলো। এরি মধ্যে মনি হাওলাদার মামলাকৃত অংশে বাড়ির র্নিমান কাজ শুরু করে মো: ফয়জল হাওলাদার।
৫/১০/২০২১তারিখে ৫৮নং নলচিড়া মৌজার বি.আর.এস দাগ নং ১১৮ অংশে স্থগিতাদেশ চেয়ে মাদারীপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ১৪৪/১৪৫ আদালত ওই জমির স্থিতি অবস্থা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শিবচর থানা পুলিশকে নির্দেশ দেয়।
ভুক্তভুগি মো: ফয়জল হাওলাদার বলেন, এরা কাউকে মানে না। আদালতের নোটিশ পাওয়ার পরও রাতভর বিল্ডিং এর ছাদের রড বাধা ও ছাদ ঢালাই দিয়েছে। পুর্বে যখন ঘর দরজা উত্তোলনের করার জন্য ইট,বালু,রড সিমেন্ট আনলে আমি টের পেয়ে বাধা দিতে গিয়ে বিবাদীরা তার লোকজন নিয়ে আমাকে ও আমার মেয়েকে মারধর করে। আমার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করেন।
আমি অসহায় দুর্বল মানুষ। এই জমির উপর ১৪৪/১৪৫ ধারা জারি হয়। কিন্তু বিবাদী পক্ষ মনি সন্ত্রাসী হামলা কারী,দাঙ্গাবাজ, এবং একটা চাাঁদাবজ বাহিনী তার বিরুদ্ধে কোটে চাাঁদাবাজি ও আমার মেয়েকে নির্যাতনের একটি মামলা দায়ের হয়েছে। আমাকে প্রাণে মেরে ফেলতে চেষ্টা চালাচ্ছে। প্রশাসনের প্রতি জোর দাবি জানাই ১৪৪/১৪৫ ধারা জারি রেখে সমর্পণ কাজ স্থগিতাদেশ বহাল থাকুক। আমি সরকারের কাছে ন্যায় বিচার চাই ।

অভিযুক্ত মনি হাওলাদার বলেন, আমি কোর্ট এর আদেশ অমান্য করি নাই। আদালত কবে নিষেধাজ্ঞা জারি করেছে তা আমি জানতাম না। আদালতের নোটিশ হাতে পাইয়া কাজ বন্ধ রাখছি ।

শিবচর থানা ওসি মিরাজ হোসেন বলেন,এ ব্যাপারে আদালতের নির্দেশ অনুযায়ী নোটিশ জারি করেছি। আদালতের আদেশ ভাইলেশন করলে পরে আদালত যে নির্দেশ দিবে সে অনুযায়ী আইনানুক ব্যবস্থা গ্রহণ করবো।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT