শরীফ প্রধান পাঠাগারে কবি মোহাম্মদ দিদারের বই উপহার
মেঘনা নিউজ ডেস্ক বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৫০, ১১ এপ্রিল, ২০২৪
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দাউদকান্দি উপজেলার কাদিয়ারভাঙ্গা গ্রামে অবস্থিত “সাংবাদিক শরীফ প্রধান পাঠাগারে বই উপহার দিলেন কবি ও সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার।
তিনি আজ বুধবার দুপুরে দাউদকান্দি পৌরসদরে পাঠাগার-এর প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধানের হাতে উপহারের বইগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন—সাংবাদিক মামুনুর রশিদ রোবেল
পাঠাগার-এর প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধান বলেন,” আসছে ঈদ-উল ফিতর উপলক্ষে “গ্রামের শিশু-কিশোরদের ঈদ সালামি হিসেবে নতুন বই দেয়ার একটি পরিকল্পনা করেছি। কারণ, ঈদে অনেকেই নতুন জামা ও নতুন টাকা দেয়। কিন্তু নতুন বই কেউ দেয় না।
সমাজের শিশু-কিশোরদের বই মূখী করতে এবং বই পড়ার আগ্রহ গড়ে তুলতে এই উদ্যোগ নিয়েছে “সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার। এই বিষয়টি সম্পর্কে কবি হোসাইন মোহাম্মদ দিদারকে জানালে তিনি আনন্দচিত্তে তার লেখা, “সে ফিরবেনা আর” ও “নন্দিত প্রেমের নিন্দিত লঘন” গ্রন্থ দু’টির ১৫ কপি নতুন বই আমার হাতে তুলে দেন। কবিকে ধন্যবাদ জানাচ্ছি।”