শবে বরাত
![](https://meghnanews.com.bd/wp-content/uploads/2021/03/116712.jpeg)
নিজস্ব প্রতিনিধি
সোমবার রাত ১০:২১, ২৯ মার্চ, ২০২১
শবে বরাত
মোঃ বুলবুল হোসেন
বছর ঘুরে এসেছে আজ
পবিত্র শাবানের রাত,
প্রভুর কাছে চাওনা তুমি
আজ পাবে বারায়াত।
পড়বে নামাজ করবে জিকির
মনকে ধ্যানে দানে,
রবেনা পাপ মুছে যাবে
তোমার পুণ্যস্নানে।
দয়ার সাগর প্রভু আমার
শবেবরাতে চাও,
দুহাত তুলে প্রভুর কাছে
তুমি মাফ চেয়ে নাও।
মুহাম্মাদ (স.) নিয়ম মেনে
এবাদত দিন রাতে,
কাঁদরে মুসলিম মুক্তির জন্য
শান্তি আখিরাতে।