ঢাকা (সকাল ৯:৩৭) শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত Meghna News সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলী : মালিক হলেন লাল লাখ টাকার! Meghna News গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের Meghna News সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক Meghna News চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক Meghna News ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত Meghna News যুবলীগ নেতার নেতৃত্বে ভাই-ভাতিজাকে কুপিয়ে যখম Meghna News চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় অলংকারসহ আটক-১

শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না হলে জয়ের মাঝেও আনন্দ নেই : নৌ পরিবহন মন্ত্রী

শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না হলে জয়ের মাঝেও আনন্দ নেই

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শনিবার বিকেল ০৪:২০, ২২ সেপ্টেম্বর, ২০১৮

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জননেতা মোতাহার হোসেন এর আমন্ত্রণ এ গতকাল রাত ১১টায় লালমনিরহাট জেলার ডালিয়া তিস্তা ব্যরেজ অবসরে আসেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, তার সাথে সফর সঙ্গী হিসাবে আছেন ইসরাফিল আলম এমপি।

তিনি আজ সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরে ২য় তম উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, স্থল বন্দরের নানাবিধ সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়, উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও লালমনিরহাট ১ আসনের সংসদ ও সাবেক প্রতিমন্ত্রী জননেতা মোতাহার হোসেন এমপি।
বৈঠক শেষে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন শক্তিশালী প্রতিদন্দী না থাকলে জয়ের মাঝে আনন্দ নেই।

তিনি সদ্য গঠিত বিএনপি’র ঐক্যজোটকে স্বাগত জানিয়ে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রতিযোগিতা না হলে জয়ের মাঝেও আনন্দ নেই। তাদের (বিএনপি) এ ঐক্য যদি পেট্রোল বোমা ও অরাজকতা সৃষ্টির জন্য হয়। তবে বিগত দিনের মত জনগণ এবারও তাদের প্রত্যাখান করবে।
শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না হলে জয়ের মাঝেও আনন্দ নেইশনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নৌমন্ত্রী বলেন, আপনারা (বিএনপি) অজুহাত দিয়ে পিছিয়ে যাওয়ার ষড়যন্ত্র করবেন না। নির্বাচনে আসুন। বাংলাদেশে নির্বাচন হবে। যারা অাসবেন তাদের নিয়েই নির্বাচন হবে।
বুড়িমারী স্থলবন্দরের উন্নয়ন প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, বুড়িমারী স্থলবন্দরের যাত্রী ও পণ্য পরিবহনের সুবিধার জন্য জিরো লাইনের কাছাকাছি আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল ও ট্রাক টার্মিনাল করা হবে, ব্যাংকের বুথ বসানো হবে।

বুড়িমারী স্থলবন্দর সম্মেলন কক্ষে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বন্দর উন্নয়ন ও গতিশীলতা আনয়নে উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, নাটোরের সংসদ সদস্য ইসরাফিল আলম, লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার এসএম রশিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল প্রমুখ।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT