লোহাগড়ায় সাঁতার প্রশিক্ষণ কর্মসূচী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি শুক্রবার সন্ধ্যা ০৭:২০, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
নড়াইল প্রতিনিধিঃ ”শিশুর জীবন সুরক্ষায় সাঁতার প্রশিক্ষণ কর্মসূচী” এর নড়াইলের লোহাগড়া উপজেলার সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩সেপ্টেম্বর) বিকালে রামনারায়ন পাবলিক লাইব্রেরী হল রুমে এ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ইকবাল হাসান, আয়োজক সূত্রে জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পাপিয়া ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেলথ এন্ড এডুকেশন ফর দি লোকাল আন্ডার প্রিভিলাইজড পিপল হেল্প) এর মহাসচিব শেখ মোসাদেক কবির, সংগঠনের অর্থ সচিব অশোক কুমার বিশ^াস, রামনারায়ন পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সৈয়দ আখরাম আলী আখিদুল, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস,এম হায়াতুজ্জামান হায়াত, ক্রীড়া সংগঠক মোঃ আনিসুর রহমান কামাল, লোহাগড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, শ্রাবণ মিডিয়ার প্রধান নির্বাহী এসকে ইকবাল শিমুল প্রমুখ। বক্তারা ছোটবেলা থেকেই সকল শিশুকে সাঁতার শেখানোর জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।