ঢাকা (দুপুর ২:৩৬) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই, কোটি টাকা ক্ষতির শঙ্কা

ভোলা জেলা ২৩৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার সকাল ১০:২৬, ২০ জুন, ২০২০

কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধিঃ    ভোলার লালমোহন উপজেলা সদরের উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে প্রায় ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করছেন।

শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে পৌনে ১০ টার দিকে হঠাৎ করে লালমোহন উত্তর বাজারের একটি দোকান থেকে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে স্থানীয় মানুষ চিৎকার করে উঠে। এতে মুহূর্তের মধ্যে
আগুন চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে।

পরে বোরহানউদ্দিন ও চরফ্যাশন থেকে আরও দুটি ইউনিট এসে চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তার আগেই আগুনে কাঁচা মালের আড়ৎ, ফার্মেসি, চায়ের দোকান, মাংসের দোকানসহ অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসাস রুমি ও পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন। সেসময় ইউএনও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি)মীর খায়রুল কবির এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT