ঢাকা (সকাল ৭:৫৫) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News লোহাগড়ায় ন্যাশনালিষ্ট ব্লাড ব্যাংকের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Meghna News ট্রমালিংক ১০ বছর পূর্তিতে মতিন সৈকত এআইপিকে সন্মাননা Meghna News সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের Meghna News গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না Meghna News বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন Meghna News সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! Meghna News আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার Meghna News ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার

রায়হান হত্যা নিয়ে সিলেট জুড়ে উত্তাল

মোঃইবাদুর রহমান জাকির,সিলেট মোঃইবাদুর রহমান জাকির,সিলেট Clock বুধবার রাত ০২:৪১, ১৪ অক্টোবর, ২০২০

বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মৃত্যুবরণকারী সিলেট নগরীর আখালিয়া এলাকার রায়হান আহমদের খুনিদের ফাঁসির দাবিতে সিলেটজুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ। দিনভর সিলেট নগরী ছিলো উত্তাল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও ছাত্র সংঠনের উদ্যোগে এসব আন্দোলন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির মধ্যে ছিলো- মানববন্ধন, মিছিল, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ সভা।

এছাড়াও রায়হানের বাড়ির নগরীর আখালিয়া এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা।

এসব প্রতিবাদ কর্মসূচিতে আন্দোলনকারীরা রায়হান আহমদকে নির্মমভাবে নির্যাতনকারী অভিযুক্ত পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতার ও খুনিদের ফাঁসির দাবি করেন।

দিনভর আন্দোলনকারী সংগঠনগুলো হচ্ছে- সিলেটের সচেতন আলেম সমাজ, সিলেটের সাধারণ ছাত্র জনতা, সিলেটের নাগরিকবৃন্দ, বৃহত্তর লালদিঘীরপাড় হকার্স মার্কেট ব্যবসায়ীবৃন্দ ও শহীদ নূর হোসেন ব্লক।

এসব সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ কর্মসূচি পালনকালে বিভিন্ন দাবি পেশ করেন। দাবিগুলো হচ্ছে- রায়হানের হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্যদের অবিলম্বে গ্রেফতার করা ও রিমান্ডে নেয়া, খুনিদের ফাঁসির শাস্তি নিশ্চিত করা, রায়হানের হত্যাকাণ্ডের বিচার র‌্যাবের কাছে হস্তান্তর করা, সময়ক্ষেপন না করে দ্রুত খুনিদের বিচার করা, রায়হানের স্ত্রী-সন্তানকে সরকারিভাবে সন্তোষজনক আর্থিক অনুদান প্রদান করা, রায়হানের সন্তানের ভরণপোষণ ও লেখাপড়ার দায়িত্ব রাষ্ট্রকে বহর করা, রায়হানের মৃত্যুর আগে সে ও তার পরিবারের আমেরিকা যাওয়ার প্রক্রিয়ার ক্ষেত্রে রায়হানের অবর্তমানে তার স্ত্রী-সন্তানকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা, সিলেটের প্রত্যেক থানার সব কটি কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা এবং রায়হান হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্যদের বাঁচাতে ঊর্ধ্বতন কর্মকর্তারা ধামাচাপা দেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।

বক্তারা বলেন, দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসুন। তা না হলে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো। এমনকি প্রয়োজনে পুরো সিলেট অচল করে দেয়া হবে।

বক্তারা আরও বলেন, সিলেট তার ইতিহাসে কখনও কোনো অপরাধীদের প্রশ্রয় দেয়নি, এবারও দেবে না। প্রশাসন যদি রায়হান হত্যায় জড়িতদের শাস্তি নিয়ে কোনো টালবাহানা করে তাহলে সিলেটবাসী বৃহৎ আন্দোলনের ডাক দেবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT