ঢাকা (বিকাল ৩:২৬) শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News নব্য কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় দেখতে চাই না : ভিপি নুর Meghna News মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজসেবক সাইফুল ইসলাম Meghna News যুবকরা এদেশের পরিবর্তনের মূল কারিগর- ইউএনও শাকিল আহমেদ Meghna News লোহাগড়ায় নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে কালিপূজা অনুষ্ঠিত Meghna News গৌরীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Meghna News লোহাগড়ায় মৃত পুলিশ সদস্যের গাছ কেটে নিলো দূর্বৃত্তরা Meghna News হোমনা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ Meghna News চাঁপাইনবাবগঞ্জে সোয়া লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার, ভারতীয় ট্রাক জব্দ Meghna News চুরির অপরাধে দুই সহোদরকে হত্যা করলো উত্তেজিত জনতা! Meghna News শ্রীপুরে স্ত্রীকে হত্যা, স্বামীসহ গ্রেফতার ৩

রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিএপি’র প্রার্থী মোসারব

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock বৃহস্পতিবার বিকেল ০৪:৫৮, ১২ নভেম্বর, ২০২০

নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আসন্ন উপ-নির্বাচনে বিএনপি তাদের মনোনিত চুড়ান্ত প্রার্থীতা ঘোষনা করেছে। বুধবার কেন্দ্রী থেকে রাণীনগর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোসারফ হোসেনকে দলীয় মনোনিত করে প্রার্থীতা ঘোষনা করেছে বলে নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা বিএনপি’র আহবায়ক রোকনুজ্জামান রুকু।

এদিকে আওয়ামীলীগ থেকে এখনো চুড়ান্ত প্রার্থীতা ঘোষনা না করায় কে হচ্ছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

রাণীনগর উপজেলা বিএনপি’র আহŸায়ক রোকনুজ্জামান রুকু বলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আসন্ন উপ-নির্বাচনে বিএনপি দল থেকে মনোনয়ন পেতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল ফারুক জেমস্,যুগ্ন আহবায়ক ও একডালা ইউপি’র সাবেক চেয়ারম্যান মোসারব হোসেনসহ দলের মনোনয়ন প্রত্যাশী ৭ জনের নামের তালিকা জেলা বিএনপি বরাবর পাঠানো হয়।

এর পর জেলা থেকে কেন্দ্রিয় কমিটিতে পাঠালে কেন্দ্র থেকে মোসারব হোসেনকে উপজেলা চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে বিএনপি মনোনিত চুড়ান্ত প্রার্থীতা ঘোষনা করে।

এদিকে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেতে রাণীনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু,সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন,থানা আওয়ামীলীগের সদস্য ও ৫ম উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত সাবেক প্রার্থী আনোয়ার হোসেন বিএ,বড়গাছা ইউপি চেয়ারম্যান শফিউল আলম,পারইল ইউপি চেয়ারম্যান মজিবর রহমান,থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়,বিশিষ্ঠ ব্যবসায়ী গোলাম রাব্বানীসহ প্রায় ১২-১৫ জন দৌড় ঝাঁপ করছেন। বিএনপি’র প্রার্থীতা চুড়ান্ত করা হলেও আওয়ামীলগ থেকে দলীয় প্রার্থীতা এখনো ঘোষনা করা হয়নি। ফলে কে হচ্ছেন আওয়ামীলীগ মনোনিত দলীয় প্রার্থী তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

রাণীনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু বলেন,আজ/কালের মধ্যেই প্রার্থীতা ঘোষনা হতে পারে। তবে দল যাকেই মনোনয়ন দিবে আমরা সবাই মিলে নৌকার বিজয়ের লক্ষে এক সঙ্গে তার পক্ষে কাজ করব।

রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন বলেন,ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ১৫ নভেম্বর প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন রয়েছে। এছাড়া ১৭ নভেম্বর বাছাই এবং ২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার করার দিন ধার্য করা হয়েছে। এই পদে আগামী ১০ ডিসেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান (সাবেক) আনোয়ার হোসেন হেলাল পদত্যাগ করে একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে অংশ নেন। ফলে ওই পদটি শুন্য হয়ে পরে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT