রাজারহাটে সরস্বতী পূজা অনুষ্ঠিত
রমেশ চন্দ্র সরকার,রাজারহাট(কুড়িগ্রাম) মঙ্গলবার বিকেল ০৫:২৮, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী। এটি হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিতি।
প্রতি বছর সরস্বতী পূজা উপলক্ষে রাজারহাট উপজেলায় বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা অস্থায়ী পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা করে থাকে। কিন্তু এ বছর করোনা মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বাড়িতে বাড়িতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে উপজেলায় ধর্মপ্রাণ হিন্দু পরিবারে শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন, সন্ধ্যায় আরতি ও সর্বজনীন পূজামণ্ডপ গুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।