ঢাকা (রাত ১২:৫৭) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

যশোরের ৪১টি নমুনা পরীক্ষায় সবকটি নেগেটিভ

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার সন্ধ্যা ০৭:৪২, ১ মে, ২০২০

মোরশেদ আলম,যশোর  প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় যশোরে কোন করোনা রোগী শনাক্ত হয়নি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে যশোর থেকে পাঠানো ৪১ টি নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন। তিনি জানান, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে এখন খুলনা মেডিকেল কলেজে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরের ৪১ টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। এর আগের দিন ২৭টি নমুনার মধ্যে একটি নমুনা পজেটিভ আসে। এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আশঙ্কাজনকহারে যশোরে করোনা রোগী শনাক্ত হয়। যাদের অধিকাংশের শরীরে কোন উপসর্গ নেই। সব মিলে এখন যশোরে করোনা রোগীর সংখ্যা ৫৬ জন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT