ঢাকা (রাত ৯:৫৭) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মৌলভীবাজারে সম্মিলিত সামাজিক আন্দোলনের পতাকা মিছিল অনুষ্ঠিত

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock সোমবার সন্ধ্যা ০৬:৪৪, ১ মার্চ, ২০২১

দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে জাতীয় জাগরণ গড়ে তোলার দাবী জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।

সোমবার (১ মার্চ) সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই দাবিতে পতাকা মিছিল ও সমাবেশ করেন মৌলভীবাজার শাখার নেতৃবৃন্দরা।

এসময় তারা ৩০ লক্ষ শহীদদের হত্যা ও ২ লক্ষ নারীর সম্ভ্রমহানী করে মানবতা বিরােধী অপরাধের দায়ে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এক‌ইসাথে ধর্মান্ধ রাজনীতি নিষিদ্ধ, সস্ত্রাসবাদ, দুর্নীতিবাজ, অর্থ পাচার, নারী-শিশু ও সংখ্যালগু আদিবাসী নিপীড়ন বন্ধ, সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করার দাবী জানান তারা।

সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা সভাপতি বকসি ইকবাল আহমদ।

এসময় বক্তব্য রাখেন,জেলা পরিষদের সদস্য সৈয়দা জেরিন আক্তার, অধ্যক্ষ মোঃ ইকবাল,প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল,জাতীয় পার্টির সাবেক সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন,সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী,সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক এড. কিশোরী পদ দেব শ্যামল, নাট্যকার রুহেল আহমদ, সাংবাদিক সৈয়দ মহসীন পারভেজ, সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল সাংবাদিক এম এ হামিদ প্রমুখ।

সমাবেশ শেষে পতাকা মিছিলটি মৌলভীবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT