ঢাকা (সকাল ৯:১৯) শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মৌলভীবাজারে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

মোঃজাকির হোসেন,মৌলভীবাজার। মোঃজাকির হোসেন,মৌলভীবাজার। Clock রবিবার সন্ধ্যা ০৭:১৪, ৭ মার্চ, ২০২১

মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
রোববার (৭ মার্চ) প্রথম প্রহরে শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক,পুলিশ প্রশাসন,জেলা আওয়ামীলীগের অংঙ্গ সংগঠন,সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সমুহ।
পরে জয় বাংলা বাইসাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন, মৌলভীবাজার ও রাজনগর ৩ আসনের সাংসদ নেছার আহমদ।
উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দন,মৌলভিবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,পৌর মেয়র মোঃ ফজলুর রহমান,সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি শোয়েব ,৮ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সেলিম হক জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক এমদাদুর রহমান রেনু।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন,শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন।
প্রায় ৫শতাধিক সাইকেলিস্টদের নিয়ে শহরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT