মৌলভীবাজারে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার বুধবার সন্ধ্যা ০৬:৪৩, ১৬ ডিসেম্বর, ২০২০
মৌলভীবাজারে স্থানীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত।
১৬ ডিসেম্বর বুধবার সূর্য দয়ের সাথে সাথে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক জেলা বিএনপি, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান,পুলিশ সুপার ফারুক আহমেদ,পিপিএম বার, তথ্য অফিসার আব্দুস ছাত্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিনসহ মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন,জেলা পরিষদ,পৌরসভা,উপজেলা পরিষদ,মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম,মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, আওয়ামীলীগ, যুবলীগ ছাত্র লীগ স্বেচছাসেবক লীগ শ্রমীক লীগ,জেলা বিএনপি,যুবদল ছাত্র দল, শ্রমীক দল,স্বেচছাসেবক দল সহ রাজনৈতিক অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,সরকারী-বেসরকারী,ব্যাংক অফিসার্স এসোসিয়েশন বিভিন্ন প্রতিষ্টান,রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষর্থীরা।
এসময় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার স্মৃতি সৌধ প্রাঙনে সর্বস্তরের মানুষের ঢল নামে।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন।