ঢাকা (রাত ১২:৫৭) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মৌলভীবাজার শাহ্ মোস্তফা উরুসকে কেন্দ্র করে তাতীলীগের সাংঘঠনিক সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে আহতঃ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:৩৭, ১১ জানুয়ারী, ২০২০

মোঃ জাকির হোসেন,জেলা প্রতিনিধি,মৌলভীবাজারঃ মৌলভীবাজারে ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত সৈয়দ শাহ্ মোস্তফা বোগদাদী শের-ই সওয়ার চাবুকমার (রঃ) এর ৬৭৯ তম উরুস মোবারক কে কেন্দ্র করে জেলা তাতীলীগের সাংঘঠনিক সম্পাদকসহ তিন জনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৮, ৩০ মিনিটের সময় শহরের দরগা মহল্লায় আহত তাতীলীগের সাংগঠনিক সম্পাদকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে, এসময় আহত তাতীলীগের সাংগঠনিক সম্পাদকের বাড়ী ঘর ও ঘরের ভিতরের আসবাব পত্র ভাংঙ্গচুর করে তাহার ঘরের ভিতরের ষ্ঠীলের আলমিরা ভেঙে নগদ দুই লক্ষ টাকা হামলা কারিরা নিয়ে যায় বলে আহত তাতীলীগের সাংগঠনিক সম্পাদকের স্ত্রী মমতা বেগম অভিযোগ করেন,তিনি আরো বলেন যে যাবার সময় আমার মেয়েকে ও হামলাকারিরা হুমকি দামকি দিয়ে যায় । এদিকে পাশের বাড়ির মোঃ জিয়াউর রহমান অভিযোগ করেন আমার বাড়ির মহিলা দেরকে ও ধাওয়া করলে আত্তরক্কার্তে তাহারা বাড়ির সামনের গেট বন্ধ করে দিলে দুর্বৃত্তরা আমার বাড়ির গেটে ও ভাংচুর চালায়। আমরা যতক্ষণ পর্যন্ত এই নেক্ষার জনক ঘটনার সুষ্ঠু বিচার পাবনা ততক্ষন আমরা এই দরগা মহল্লার এলাকা বাসি ঘরে ফিরে যাবোনা প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি অতি সত্তর এই সন্ত্রাসী দেরকে গ্রেফতার করা হউক আহতরা হলেন,জেলা তাতীলীগের যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম (মনা) (৫০) কদর মিয়া (৫৫) ও সুমন মিয়া (২৩)।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো: আলমঙ্গীর হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাতক্কনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে সক্কম হয়েছে । তিনি আরো বলেন, আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) এর ৬৭৯ তম উরুস মোবারক এরই অংশ হিসেবে প্রতি বৎসরের ন্যায় এবারও মাজার প্রাঙ্গনে মেলার আয়োজন করা হয় এই মেলার ভাগভাটোয়ারা নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানাযায়।

তিনি আরো জানান, যারা এ ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT